প্রেস বিজ্ঞপ্তি
লাকসামে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন দলটি। নিম্নে দলটির পাঠানো প্রতিবাদ হুবহু তুলে ধরা হলো-
রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে দেশের গনমাধ্যম দেশ ও জাতীর যে কোন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। সে জন্য এ মহান পেশার সাথে জড়িত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
প্রিয় গণমাধ্যম বন্ধুগন
আজ অত্যন্ত দুঃখ, ক্ষোভ ও বেদনার সাথে জানাচ্ছি যে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেশ আজ খাদের কিনারে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার আজ অত্যন্ত সংকুচিত । মানুষের ভোটের অধিকার যেভাবে নির্বাসনে একইভাবে ন্যূনতম মৌলিক অধিকার ও মানবাধিকার স্থান নিয়েছে জাদুঘরে। যা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত।
আওয়ামী শাসক গোষ্ঠি গত ১৪ বছর তাদের পালিত আশ্রিত সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক তান্ডবলিলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলা মামলা অত্যাচার নির্যাতনে লাকসামের শত শত নেতা কর্মী বাড়ি ছাড়া।
গত বৃহস্পতিবার (২২ জুন) উপজেলার ইছাপুরা গ্রামে জামায়াতের কর্মী মোঃ নাছির উদ্দিনের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা। এই সময় ২০/২৫ জনের এ আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীরা লোকজনদের মারধরসহ এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
আজ শনিবার (২৪ জুন) দুপুরে প্রকাশ্য দিবালোকে জয়েন্ট পাইপ, রডসহ অস্ত্রসস্ত্র নিয়ে লাকসাম পৌরসভার রাজঘাটে নিজ দোকানে কাজী বদিউল আলম ও কাজী শাহ আলমের উপর সন্ত্রাসী গীবস জসিমের নেতৃত্বে ১০/১২ জন আওয়ামী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এই সময় তাদেরকে বেদম মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
শুক্রবার (২৩ জুন) বেলঘর থেকে ৪টি মোটরসাইকেলে ৮ জন আওয়ামী সন্ত্রাসী রাজঘাটের আ. রাজ্জাকের ছেলে রানা, আ. তাহেরের ছেলে রুবেল, পশ্চিমগাঁয়ের
গীবস জসিম ডাক্তার তাহেরকে পুলিশের হ্যান্ডকাপ দেখিয়ে তুলে আনে। এই সময় রুবেল নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। পরে ডাক্তার আব তাহেরকে মারধর করে ২০ হাজার টাকা আদায় করে। আরও ৩০ হাজার টাকা আদায়ের জন্য তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এছাড়াও লাকসাম পৌরসভার গাজীমুড়া, উত্তর বাজার, পশ্চিমগাঁও, উপজেলার ইরুয়াইন, চেঙ্গাচালসহ বিভিন্ন এলাকায় জামায়াত ও বিরোধী দলীয় নেতা কর্মীদের মারধর, বাড়িঘরে হামলা ভাংচুর চালাচ্ছে। প্রাণভয়ে সাধারন নারী পুরুষ ও শিশুসহ মানুষ মারাত্বকভাবে আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এই ধরনের হামলা ও ভাংচুরের নিন্দা জানানোর ভাষা নেই।
আমরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার,অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এই ঘটনার নিরপেক্ষ বিচার দাবী করছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান, জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবদিন পাটোয়ারী, সেক্রেটারি মু শহীদ উল্লাহ।
প্রকাশ: শনিবার, ২৪ জুন ২০২৩, রাত ০৯:৫৫
Discussion about this post