চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৩ দিন পর শিমুল (১৩) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।
পুলিশ জানায়, গত ২২ জুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শিমুল। নিখোঁজের দিন রাতে শিমুলের বাবা বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়রি করেন। শনিবার সকালে স্থানীয়রা হায়দার পোল এলাকায় একটি ফসলি জমিতে অজ্ঞাত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
খবর পেয়ে শিমুলের বাবা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিমুলের বাবা সুমন ড্রাইভার বলেন, শিমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হলে গত ২২ জুন রাতে আর বাড়ি ফেরেনি। সব জায়গায় খোঁজ করে না পেয়ে ওইদিন রাতে চৌদ্দগ্রাম থানায় নিখোঁজ ডায়রি করি। আজ সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে আমার ছেলের লাশ শনাক্ত করি।
প্রকাশ: শনিবার, ২৪ জুন ২০২৩, রাত ০৭:৫৯
Discussion about this post