দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লায় দেবিদ্বার পৌরসভার নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাইয়ে বাতিলকৃত ২ স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং ১ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।
মেয়র প্রার্থী মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তারের আপিল আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শুনাণী শেষে তাদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন আপিল কর্তৃপক্ষ ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
গত ১৯ জুন প্রাথমিক বাছাইয়ে দাখিলকৃত কাগজপত্রের ত্রুটির কারণে ৭ স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ১ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এর মধ্যে মেয়র প্রার্থী মোঃ আবুল কাশেম ও মোঃ আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার পুণঃ বিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবর আপিল আবেদন করেন।
প্রকাশ: শুক্রবার, ২৩ জুন ২০২৩, রাত ০৭:৫৩
Discussion about this post