বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার যুবলীগ নেতার মেয়ে বরের বাড়ি গেলেন হেলিকপ্টারে চড়ে। এ উপজেলায় এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর আকাপুর গ্রামের ব্যবসায়ী মো. কামরুল হাসান। বৃহস্পতিবার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের যুবলীগ নেতা ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের মেয়ের বিয়ে হয়।
এদিকে ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন উৎসুক কয়েকশ মানুষ। ভিড় ঠেকাতে স্বেচ্ছাসেবী কর্মী মোতায়েন করা হয়। এ সময় বর কামরুলের সঙ্গে হেলিকপ্টারে তিনজন আত্মীয় ছিলেন। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন।
জানা গেছে, কিছুদিন আগেই আব্দুল্লাহ আল মামুনের মেয়ে মুক্তা আক্তার সৃতির সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পশ্চিম মাঝিগাছা গ্রামের মো. জসিম উদ্দিন ছেলে বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসানের বিয়ে কথা ঠিক হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে কামরুল হাসান তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি আকাপপুর গ্রামের চাঁন্দসার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামেন। অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, বিয়েতে দুইশ বরযাত্রীসহ দুই হাজার লোক এসেছেন। তিনি এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে বিকালে হেলিকপ্টারে করে তার মেয়েকে আদর্শ সদর উপজেলা মাঝিগাছা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন কামরুল।
এ ব্যাপারে বর কামরুল হাসান বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তার খুব আনন্দ লাগছে।
মেয়ের চাচা ইউপি মেম্বার জানান, সবার বড় ভাইয়ের মেয়েকে আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি। উপজেলার আকাপুরে এই প্রথম হেলিকপ্টারে করে আমাদের মেয়ে মুক্তা আক্তারকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩, রাত ১১:৫৯
Discussion about this post