লাকসাম প্রতিনিধি
রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ নিজ বাড়ি কুমিল্লার লাকসাম পৌরসভার গাইনের ডহরা গ্রামে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
বাদ এশা বাবার কবরের পাশে আঁখিকে দাফন করা হয়। পাশে দাফন করা হয় নবজাতককে।
গাইনের ডহরা গ্রামের পাশের গ্রাম কৃষ্ণপুরের বাসিন্দা মোর্শেদুল আলম জানান, পাশের গুনতি, কইয়ারপাড়, তালতলা, দিঘিরপাড়, নরপাটি, উত্তরকূল ও আজগরাসহ প্রায় ১০ গ্রামের মানুষ তার বাড়িতে আসেন। মেয়েটার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছে না।
আঁখির চাচাতো ভাই মো. শাখাওয়াত হোসেন বলেন, এক গাড়িতে বোন আর ভাগিনা ইরহাম আবদুল্লাহ আরাফের লাশ এনেছি। মৃত অবস্থাতেই তার নাম রেখেছি আমরা।
তিনি জানান, আঁখির বাবা পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান মজুমদার ঢাকার পান্থপথ এলাকায় কর্মরত অবস্থায় ১৯৯৯ সালে একমাত্র সন্তান আঁখিকে রেখে মারা যান।
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন ২০২৩, সকাল ০৯:৩১
Discussion about this post