রেনেসাঁ ডেস্ক
সরকারের জুলুম, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশে শুরা বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আগামী বৈঠকে কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ করবে দলটি।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী জুলাইয়ে চট্টগ্রাম বিভাগ থেকে সমাবেশ শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত আন্দোলন শুরু করার আগে কমপক্ষে ৪টি বিভাগে সমাবেশ করার চিন্তা দলটির। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং সর্বশেষ ঢাকা সমাবেশ করতে চায় জামায়াত।
মজলিশে শুরার এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে জনসম্পৃক্তা বাড়াতে সমাবেশের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে দলীয় অফিসগুলোতে কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে।
নির্বাহী পরিষদের এক সদস্য বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ঈদের কয়েকদিন আর বাকি। সমাবেশ বিভাগীয় পর্যায়ে না মহানগরে হবে সে বিষয়ে ঈদের পর আলোচনা করা হবে।
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন ২০২৩, রাত ০৮:৫৪
Discussion about this post