দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থীসহ সাত মেয়র ও এক সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলা পরিষদ হল রুমে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ ও সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্ষেত্রে ১০০ জন ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাইকালে সঠিক না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা মনোনয়ন বাতিল হয়।
এছাড়াও সাংবাদিক মোহাম্মদ আবুল খায়ের, ব্যবসায়ী মো. ছায়েদুর রহমান ভূঁইয়া (সবুর) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার, মো. সিদ্দিকুর রহমান সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে একমাত্র সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন আক্তারের হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
এ ব্যাপারে কুমিল্লার জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, দাখিলকৃত ১৩ মেয়র প্রার্থীর মধ্যে সাতজন স্বতন্ত্র প্রার্থীর ১০০ জন ভোটারের স্বাক্ষরের মধ্যে পাঁচজনের যাচাইকালে সঠিক না পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া এক সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন ২০২৩, সকাল ০৯:২০
Discussion about this post