নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত গভীর রাতে বন্দর থানাধীন কাস্টমস ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (চট্ট মেট্রো-থ-১৩-২৭৬৫) জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী সরকার আটী গ্রামের জসিম মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া ওরফে টারজান (২০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকসীচর গ্রামের মো. নাছির ফকিরের ছেলে মো. হৃদয় ফকির (২০) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর কবিরাজপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসাইন (৩৪)। এরমধ্যে টারজান নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ দাইয়া পাড়ায়, হৃদয় আগ্রাবাদ বেপারি পাড়ায় এবং রুবেল আগ্রাবাদ সিডিএ ২৩ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১টার দিকে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি কাস্টমস ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশায় তিন ছিনতাইকারী এসে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৭৯০ টাকা ছিনিয়ে নেয়। এসময় বাচ্চু মিয়ার চিৎকারে টহল পুলিশ ঘটনাস্থল থেকে টারজানকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।
ওসি সঞ্জয় কুমার জানান, পরে টারজানকে নিয়ে অভিযান চালিয়ে কাস্টমস মোড় থেকে হৃদয় ফকির ও রুবেল নামের অন্য দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশ: সোমবার, ১৯ জুন ২০২৩, রাত ১২:৪২
Discussion about this post