নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক অসুস্থবোধ করলে শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এ নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশে: শনিবার, ১৭ জুন ২০২৩, বেলা ০১:১১
Discussion about this post