নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুরে তার লাশ ভেসে উঠে।
নিহত শিশু উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা উত্তর পাড়ার (গোস্তদোকানদার) বাবুলের মেয়ে মরিয়ম আক্তার (৬)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মরিয়ম আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলার এক পর্যায়ে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। মরিয়মকে দেখতে না পেয়ে অন্য বাচ্চারা তার বাড়িতে এসে জানালে স্বজনেরা তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। মরিয়মকে কোথাও না পেয়ে তার স্বজনরা নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরে সন্দেহমূলক খোঁজাখুঁজি করলে তার লাশ ভেসে উঠে। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মরিয়মের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান মরিয়মের পরিবার।
মৃত্যুর বিষয় নিশ্চিত করেন বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি জেনেছি। থানায় জানানো হয়েছে।
খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
প্রকাশ: শনিবার, ১৭ জুন ২০২৩, বেলা ১২:৫৩
Discussion about this post