নিজস্ব প্রতিবেদক
চলমান আন্দোলন বেগবান করতে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপিকে দায়িত্ব দেয় ১২ দলীয় জোট।
সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণা কীভাবে হবে এবং কবে নাগাদ এক দফা আন্দোলন শুরু করা উচিত- এসব বিষয়ে জোট নেতারা মতামত দেন। এতে ১২ দলীয় জোট নেতারা নানা মতামত দিলেও সর্বোপরি ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ বিএনপির ওপর ছেড়ে দেন।
বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ ছাড়া মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ ও মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বৈঠকে অংশ নেন।
প্রকাশ : বুধবার, ১৪ জুন ২০২৩, বেলা ০৪:৩৪
Discussion about this post