দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে মেয়র প্রার্থী হতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদ্যতাগ করেছেন আবুল কাশেম ওমানী।
মঙ্গলবার বিকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতার হাতে তার পদত্যাগ পত্রটি জামা দেন।
পদত্যাগ জমা দিয়ে সাংবাদিকদের তিনি জানান, আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন। সে লক্ষ্যেই তিনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আবুল কাশেম ওমানী দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি পদে রয়েছেন প্রয়োজনে এ পদ থেকেও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
এদিকে, পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, আবুল কাশেম ওমানীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এটি জেলা প্রশাসকের বরাবর পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী নির্দেশনায় দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ ও নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।
প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩, সকাল ১০:০৬
Discussion about this post