নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনা উপজেলার আবদুল করিম হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মজনু মিয়া ও কবির মিয়া। তাদের বাড়ি হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া। তিনি জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) পূর্ব বিরোধের জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার রায় ঘোষণা করেন আদালত।
প্রকাশ: বুধবার, ১৪ জুন ২০২৩, সন্ধ্যা ০৬:৪০
Discussion about this post