আবদুল আউয়াল সরকার
“মাসাস ইন্টারন্যাশনাল” (আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংগঠন) কুমিল্লা জেলার সাধারন সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সাংবাদিক মামুন সরকারের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন ২০২৩ খ্রিঃ) বাদ আসর কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ড রাজাপাড়া চৌমুহনী জামে মসজিদে জানাযা শেষে আবাসন প্রকল্পের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধুমহল, দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মামুন সরকার (১৩জুন) সকাল ৯ টা ৪৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮। তার বাড়ি হোমনার গাগতিয়ার দৌলতপুরে হলেও তিনি দীর্ঘ দিন কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকায় বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে কিডনী,লিভার ও নানা শারীরিক জটিলতায় ভ ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, এক পুত্র ও ৩ কন্যাসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী।
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জুন ২০২৩, রাত ১০:৫৩
Discussion about this post