নাঙ্গলকোট প্রতিনিধি
মুমিনজীবনে তাকওয়া অর্জনে মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এর নির্দেশ রয়েছে। ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া প্রতিষ্ঠায় সালফে সালেহিনের বিশেষ ভূমিকাা ও কর্মপদ্ধতি রয়েছে। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন বিশিষ্ট আলেমে দীন, মৌকারা দরবার শরিফ কর্তৃক পরিচালিত মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মুহাম্মদ একরামুল হক।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (ইবি)-র অ্যাকাডেমিক কাউন্সিলের ১২৬তম সভার সুপারিশক্রমে এবং ২৫৯ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯মে মুহাম্মদ একরামুল হককে এম.ফিল ডিগ্রির অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম. এয়াকুব আলীর তত্ত্বাবধায়নে তার গবেষণাকর্মের শিরোনাম ছিলো: “তাকওয়াভিত্তিক সমাজ গঠনে সালফে সালেহীনের কর্মপদ্ধতি: ভূমিকা ও তাৎপর্য”।
মাওলানা একরামুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর গ্রামের প্রবীণ আলেম মাওলানা এ. বি. এম মোস্তফা ও মোসা. রহিমা বেগম মজুমদারের বড় পুত্র। ইতিপূর্বে তিনি বাংলাদেশ আনজুমানে ছাত্রসালেকিনের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন এবং মৌকারা দরবার শরিফের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এম.ফিল গবেষণা কর্মে উৎসাহ-প্রেরণা দানকারী ও যারা নানাভাবে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। তিনি গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
প্রকাশ : রবিবার, ১১ জুন ২০২৩, রাত ০৯:৫০
Discussion about this post