চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন(২৫)নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৯জুন) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর রাস্তার মাথায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় দক্ষিন শ্রীপুর গ্রামের নিয়াজ মন্ডলের ছেলে। সে ছুপুয়া আমির শার্ট গার্মেন্টস চাকরি করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম লোকমান হোসাইন।
তিনি জানান,শুক্রবার সকালে ফারুক প্রতিদিনের মতো মহাসড়কের পাশ দিয়ে তার কর্মেরস্থল আমির শার্ট গার্মেন্টসে যাচ্ছিল।পথিমধ্যে পিছন থেকে আসা অজ্ঞাত গাড়ি চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়।
ওসি আরো জানান,সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ: শনিবার, ১০ জুন ২০২৩, সকাল ০৯:৪৮
Discussion about this post