নিজস্ব প্রতিবেদক
সাবেক ছাত্রলীগ নেতার হুমকির পর গত ৩ জুন রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে ৭ জুন বুধবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন চলাকালে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলাকারীদের বিচারদাবী করে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক এটিএন বাংলা এটিএন নিউজে’র ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাদিক হোসেন মামুন, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ও সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশনে কুমিল্লার সাধারণ সম্পাদক ও জি টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আবদুর রহমান,বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংবাদিক সমিতি কুমিল্লা বিশ্ব বিদ্যালয় এর সভাপতি মহিউদ্দিন মহি।
প্রকাশ : বুধবার, ০৭ জুন ২০২৩, রাত ১১:৪৩
Discussion about this post