আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবতীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) তাদের আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন সিনহা সংবাদমাধ্যমকে বলেন, এদিন দুপুরে ভ্রাম্যমাণ পুলিশ বিমানবন্দর সংলগ্ন এলাকায় দু’জন যুবতীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। কথা বললে তাদের আচরণে অসংলগ্নতা ধরা পড়ে।
তখন তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে তারা স্বীকার করেন যে তাদের বাড়ি বাংলাদেশে এবং অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন।
তাদের নাম, হাসনা বেগম (২৩) এবং স্বপ্না সরকার (২১)।
বাড়ি নরসিংদী এলাকায় বলে জানিয়েছেন তারা।
কেন তারা অবৈধভাবে এসেছেন তা স্পষ্ট করে বলতে পারেননি। কোন সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন তাও তারা সঠিকভাবে বলতে পারছেন না। তাদের অনুপ্রবেশের প্রকৃত কারণ জানতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, বিকাল ০৫:৪৫
Discussion about this post