নিউইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আরেক বাংলাদেশির গুলিতে তিনি আহত হন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক সিটির এস্টোরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত সাব্বির আহমেদ স্থানীয় বৈশাখী রেস্টুরেন্টের ব্যবস্থাপক। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৈশাখী রেস্টুরেন্টের কর্ণধার আবু তাহের বলেন, শনিবার দুপুরের দিকে বৈশাখী রেস্টুরেন্টে সাব্বিরকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান এক বাংলাদেশি। ওই ব্যক্তি লাল হুডি ও মাস্ক পরে এসেছিলেন। তাৎক্ষণিকভাবে সাব্বিরকে উদ্ধার করে স্থানীয় এলমার্স্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর আশঙ্কামুক্ত হওয়ায় সন্ধ্যার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আবু তাহের আরও বলেন, গুলির শব্দ শুনে একজন ক্রেতা জরুরি সেবা ৯১১–এ কল করেন। পরে পুলিশ এসে তদন্তের স্বার্থে রোববার সকাল পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। নিউইয়র্ক সিটি পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বৈশাখী রেস্টুরেন্টের আরেকজন কর্ণধার বলেন, তাঁদের পাশের দোকানের এক ব্যক্তির সঙ্গে সাব্বিরের ব্যক্তিগত ঝামেলা ছিল। গত বুধবার বাংলাদেশি এক তরুণের নেতৃত্বে মেক্সিকান, তুর্কি, আফ্রিকানসহ কয়েকজন তরুণ দোকানে এসে সাব্বিরকে শাসানোর চেষ্টা করেন। এ সময় সাব্বিরসহ কয়েকজন মিলে তাঁদের মেরে তাড়িয়ে দেয়। এ কারণে গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশ : সোমবার, ০৫ জুন ২০২৩, সকাল ০৭:৩৩
Discussion about this post