নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) আয়োজিত কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কুমিল্লা নগরীর তন্দুরী রেস্তোঁরায় দিনব্যাপী এ কর্মশালা চলছে। মাসাস এর সভাপতি শাহীন মীর্জা’র সভাপতিত্বে বিষয় ভিত্তিক আলোচনা করেন, কুমিল্লা বিশ্বাবিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. কাজী আনিছুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো: ইউসুফ আলী, শিক্ষাবিদ কামরুজ্জামান সোহেল, এডভোকেট রেজাউল করিম মিঠু, মো: আবুল হাসেম মজুমদার, এডভোকেট মির্জা কামাল, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সাধােণ সম্পাদক বেলাল হোসাইন সহ অনেকে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশ : শনিবার, ০৩ জুন ২০২৩, দুপুর ১২:১০
Discussion about this post