নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া বাজার থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাত ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলায়েতের নেতৃত্বে জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যায়।
এ সময় অপর দিকে ছাত্রলীগের অন্য গ্রুপ জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ পরান। তিনি জানান, পেরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার অনুসারীরা জামায়াত-বিএনপি থেকে আসা নেতাকর্মীরা বর্তমান ছাত্রলীগ দাবি করে প্রকৃত ছাত্রলীগের ওপর আক্রমণ করে।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, সামান্য ভুল বুঝাবুঝিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।
প্রকাশ : শনিবার, ০৩ জুন ২০২৩, সকাল ০৯:৪১
Discussion about this post