নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার থানায় ২০১৮ সালে দায়েরকৃত ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কবির হোসেনকে (৪১) ঢাকার ডেমরা থেকে আটক করেছে র্যাডিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার (২ জুন) বিকেলে গোপণ তথ্যের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক কবিরের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় ২০১৮ সালে একটি ডাকাতি মামলা হয়। এর পর থেকেই সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে।
আটক কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশ : শনিবার, ০৩ জুন ২০২৩, সকাল ০৯:৩৩
Discussion about this post