ফেনী প্রতিনিধি
চট্টগ্রাম থেকে বাসার মালামাল পিকআপ ভ্যানে নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন দম্পতি। আর সড়ক দুর্ঘটনায় পথেই লাশ হতে হলো তাদের।
একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দিলে তাদের পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারান এ দম্পতি।
নিহত দম্পতি হলেন – কুমিল্লার রামকৃষ্ণপুর সোয়ারাম পুর এলাকার শিমুল (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন (২০)। এ দুর্ঘটনায় আরও একজন নিহত (৩৫) ও একজন আহত হয়েছেন।
নিহতের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি। আহতের নাম সাগর (২১), তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার বাসিন্দা।
বুধবার (১ জুন) দিনগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার কাজির দিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ২টা ১৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। গুরতর আহত সাগরকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, সকাল ০৯:৩৩
Discussion about this post