নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে। এই প্রতিবেদকের কাছে মুন্নী এটা স্বীকার করেছেন। বলেছেন, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না।
উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন।
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, রাত ১০:২৮
Discussion about this post