মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেন।
কিশোর সরকারের উন্নয়নের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। তিনি আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে।
এর আগে দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে উপজেলা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
এ সময় মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল আলম, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজ, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন বক্তব্য রাখেন।
প্রকাশ: বুধবার, ৩১ মে ২০২৩, সকাল ০৯;০৪
Discussion about this post