দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবির হোসেন (৬) ও রাফি হাসান (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই।
বুধবার বেলা ১১টায় উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নাস্তা খেয়ে আবির হোসেন ও রাফি হাসান একসঙ্গে খেলতে বেরিয়েছিল। বেলা ১১টায় ওদের মরদেহ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। ওই দুই শিশুর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের মাতম চলছে। বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়।
নিহত আবির হোসেন ওই বাড়ির কৃষক আমান উল্লাহর ছেলে এবং রাফি হাসান (৬) ফুল মিয়ার পুত্র।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনার কোনো সান্ত্বনা হয় না।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের মৌখিক বা লিখিতভাবে কেউ অবগত করেননি।
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, রাত ১২:৫৮
Discussion about this post