রেনেসাঁ ডেস্ক
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির মতো জামায়াতে ইসলামীও সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কাউন্সিলর পদে চার সিটিতে তৎপর দলটির সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। চার সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন জামায়াতের ৩৯ জন নেতা-কর্মী। তাঁদের সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন সিলেটে। সেখানে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী ২০ জন। এ ছাড়া রাজশাহীতে ৯, খুলনায় ৬ ও বরিশালে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জন্য জামায়াতের দলগতভাবে তেমন কোনো বিধিনিষেধ নেই।
নির্বাচনে অংশ নেওয়া জামায়াত নেতারা বলছেন, কাউন্সিলর পদে দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় ব্যক্তিগতভাবে তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এ জন্য দল থেকে উৎসাহ দেওয়া হচ্ছে না, আবার বাধাও দেওয়া হচ্ছে না। তবে জামায়াতের দায়িত্বশীল নেতারাও একই সুরে কথা বলছেন। তাঁরাও বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে দলের পক্ষে কাউকে প্রার্থী হতে উৎসাহ দেওয়া হয়নি, আবার নিরুৎসাহিতও করা হয়নি। তবে মেয়র পদে নির্বাচন করার ব্যাপারে দলীয় বিধিনিষেধ আছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এ সরকারের অধীন নির্বাচনে যাব না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। স্থানীয়ভাবে কেউ হয়তো কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন, আমাদের সম্মতি ছাড়াই। তাঁরা আবার এমন পর্যায়ের নন যে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া যায়। এ জন্য আমরা বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
প্রকাশ : বুধবার, ৩১ মে ২০২৩, সকাল ০৯:৩৪
Discussion about this post