চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড অন্যের নামে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। প্রায় এক বছর ভাতা না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ওই নারী। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের জিরুআইশ গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধা ওই গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৭৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
জানা যায়, জিরুআইশ গ্রামের দিনমজুর আব্দুল মজিদ ২০১৩ সালে মৃত্যুবরণ করায় ২০১৫ সালে তার স্ত্রী খায়রন বিবিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহযোগিতায় বয়স্ক ভাতার আবেদন করা হয়। ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত ভাতা ভোগ করছেন।
২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য মকবুল হোসেন ভুলু পাস করেন। তিনি পরিষদে যুক্ত হয়ে তার কর্মী সাদেক হোসেন নামের এক ব্যক্তিকে দিয়ে খায়রন বিবিকে মৃত দেখিয়ে ভুয়া মৃত্যু সনদ তৈরি করেন। পরে নতুন ভাতাভোগী হিসেবে একই গ্রামের ছালেহা বেগমের নাম যুক্ত করার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়। সেই মোতাবেক উপজেলা সমাজসেবা দপ্তর খায়রুন বিবির পরিবর্তে মোসা. ছালেহা বেগমের নাম অন্তর্ভুক্ত করে ভাতা দিচ্ছে।
খায়রন বিবি বলেন, ‘ঘরের জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই আমার। একটা ছেলে অন্যের জমিতে কাজ করে। খুব কষ্টে আছি।’
খায়রন বিবির পুত্রবধূ খাদিজা বেগম বলেন, ‘আমার শাশুড়িকে মৃত দেখিয়ে যার নাম যুক্ত করেছে প্রকৃতপক্ষে তার বয়স পঞ্চাশও হবে না। এমন জালিয়াতি কিভাবে করতে পারেন জনপ্রতিনিধিরা?’
এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার মকবুল হোসেন ভুলু বলেন, ‘সাদেক নামে ওই ছেলেটি জানিয়েছে খায়রন বিবি মারা গেছেন।
সাদেকই বলেছে পাশের বাড়ির ছালেহা বেগমের নাম যুক্ত করে দিতে।’
মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান বলেন, ‘উপজেলার মধ্যে আমার ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন। যে কারণে সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব হয় না। আমি ওয়ার্ড মেম্বারের সুপারিশেই মৃত্যু সনদ দিয়েছি এবং নতুন ভাতাভোগীর নাম প্রস্তাব করেছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার বলেন, ‘আমার উপজেলায় অনেক ভাতাভোগী। আমার পক্ষে তো সবার খোঁজ রাখা সম্ভব না। ইউপি চেয়ারম্যানদের থেকে যেভাবে কাগজপত্র পেয়েছি ঠিক সেভাবেই কাজ করছি।’
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
প্রকাশ : বুধবার, ৩১ মে ২০২৩, রাত ১২:২৫
Discussion about this post