খেলা প্রতিবেদক
১-০, ২-০, ২-১, ২-২, ৩-২, ৩-৩, ৩-৪ এবং ৪-৪! এভাবেই গ্যালারিজুড়ে রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে দিল প্রায় এক যুগ পর ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ম্যাচ গড়াল টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটের লড়াইয়ে আবাহনীকে টেক্কা দিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল ১৪ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা মোহামেডান। টাইব্রেকারে তারা জিতেছে ৪-২ গোলের ব্যাবধানে।
দুই দল সর্বশেষ ২০১১ সালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। সেবার ‘কোটি টাকার’ সুপার কাপে মোহমেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী। এবার মধুর প্রতিশোধ নিল সাদা-কালোরা।
১২ বছর পর কোনো শিরোপা জিতল মোহামেডান। আজ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের লড়াই ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছিল। গ্যালারি ভরে উঠেছিল দর্শকে। ম্যাচের আগে মোহামেডানের টিম মিটিংয়ের কোচ আলফাজ বলেছিলেন, ‘আমাদের হারানোর কিছু নেই।
যার যার স্বাভাবিক খেলাটা খেলবে।’
ফেডারেশন কাপের ৪৩ বছরের ইতিহাসে ফাইনালে এই প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন মোহামেডান স্ট্রাইকার ও অধিনায়ক সোলেমান দিয়াবাতে। বারবার পিছিয়ে যাওয়া দলকে তিনিই লড়াইয়ে ফিরিয়েছেন। শেষ পর্যন্ত তার ৪ গোলে ম্যাচটা হয়ে দাঁড়ায় ‘দিয়াবাতের ম্যাচ’।
শুরুতে দুই গোলে পিছিয়ে পড়া মোহামেডান ম্যাচে সমতা ফেরায়। পরে আবারও পিছিয়ে পড়ে দারুণ গোলে স্কোরলাইন হয় ৩-৩। অতিরিক্ত সময়ে সেই স্কোরলাইন গিয়ে ঠেকে ৪-৪-এ।
ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মোহামেডানের হয়ে প্রথম গোলটাই করেন দিয়াবাতে। কিন্তু আবাহনীর রাফায়েলের নেওয়া প্রথম শটটা আটকে দেন মোহামেডানের বদলি গোলকিপার আহসান হাবিব। মোহামেডানের চতুর্থ এবং আবাহনীর পঞ্চম শট আটকে যায়। শেষ পর্যন্ত মোহামেডানের পঞ্চম শটে কামরুল গোল করতেই শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়ে মোহামেডান শিবির। ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলল ঐতিহ্যবাহী ক্লাবটি। আজকের দিনটি তো মোহামেডান সমর্থকদের উল্লাস করারই দিন।
প্রকাশ : মঙ্গলবার, ৩০ মে ২০২৩, রাত ০৯:০০
Discussion about this post