[মোঃ সাইফুল ইসলাম]
কুমিল্লার নাঙ্গলকোটে নব-গঠিত উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের খিলাস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সাবেক দু’বারের সভাপতি মাজহারুল ইসলাম ছুপু,উপজেলা যুবদল সাবেক সম্পাদক কলিম উল্যাহ, ছাত্রদল সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম নাছির উদ্দিন, ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহম্মদ, যুবদল নেতা বাবুল চৌধুরী,তারেক ভূঁইয়া,নাছির উদ্দিন, ডাঃ বাহার উদ্দিন,নাছির উদ্দিন প্রিন্টু প্রমূখ।
উল্লেখ্য;চলতি মাসের ২২মে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক ও সদস্য সচির ফরিদ উদ্দীন শিবলু স্বাক্ষরিত নাঙ্গলকোট উপজেলা যুবদলের ৫৬ সদস্যের একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন।
প্রকাশ : শুক্রবার, ২৬ মে ২০২৩, রাত ১২:৩৮
Discussion about this post