বিনোদন প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের ভরসার নামই যোনা শাকিব খান। এখনও হল মালিকরা তার ছবির দিকেই তাকিয়ে থাকেন। তার ছবি মুক্তি পেলে সিনেমা হলে ফিরে আসে উৎসবের আমেজ। তবে তাকে টেনে নীচে নামাতে যেনো চেষ্টার শেষ নেই একটি মহলের। অথচ শাকিবের সিনেমা সফল হলে লাখো মানুষের পরিবার চলে, সিনেমাঙ্গন চাঙ্গা হয়। সম্প্রতি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কথাতেও এর প্রমাণ মিলল।
শাকিব খানকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস আসিফ আকবর। বুধবার আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুরুতেই লেখেন, ‘দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে শাকিব খানের লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাত কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভালো লাগে।’
তারকাদের ব্যক্তি জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কথা উল্লেখ করে আসিফ বলেন, ‘তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনো চর্চা নয়, বরং রঙিন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগৎকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলসপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির চোখ রাঙানি সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এজন্যই তিনি কিং খান।’
শাকিবের সিনেমা সফল হলে লাখো মানুষের পরিবার চলে। এ তথ্য উল্লেখ করে আসিফ বলেন, ‘যশ খ্যাতি উপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারেন। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দূরন্তপনায় ভালো-মন্দ সবই ছড়িয়ে পড়ে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মতো। এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভালো সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।’
শাকিবকে ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই বলে মনে করেন আসিফ। তার ভাষায়—‘দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারিত্বে নিহিত থাকে, শো বিজের গাল গপ্পো ক্ষুদ্রতম অংশ মাত্র। এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব। আমি মনে প্রাণে বিশ্বাস করি, শাকিব খান এখনো দেশের সেরা নায়ক, তার যে কোনো বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা। গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে। বসসময় শুভকামনা প্রিয় ব্রাদার শাকিব খান।’
প্রকাশ : বুধবার, ২৪ মে ২০২৩, বিকাল ০৫:০৬
Discussion about this post