চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন- ১৯৯৫ সালে আপনারা বলেছিলেন বিএনপির অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এখন আমরা বলি আপনাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। শতকরা ৮০ ভাগ লোক মনে করে আপনাদের অধীনে নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না। ব্রিজ বানিয়ে, রাস্তা বানিয়ে, উন্নয়ন করে মানুষের মন জয় করা যাবে না। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান।
মঙ্গলবার বিকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত চান্দিনা উপজেলা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করুন। রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলতে দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।
বিশেষ অতিথির বক্তৃতায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কোনো বিকল্প নাই। এই সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে। শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে।
সম্মেলনে উপজেলা এলডিপি সভাপতি একেএম শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের দাতা সদস্য সুলতান মঈন আহমেদ রবিন।
সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু তাহের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল প্রমুখ।
পরে একেএম শামসুল হক মাস্টারকে সভাপতি, অধ্যক্ষ মো. আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১২৬ সদস্য বিশিষ্ট চান্দিনা উপজেলা এলডিপির নতুন কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব। এছাড়া মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মাহবুবে এলাহীকে সাধারণ সম্পাদক করে ১১২ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক কৃষক দল, প্রভাষক সাইফুল ইসলাম বাবরকে সভাপতি, রাজীব আহমেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১১৯ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদল, মো. সাখাওয়াত হোসেন সাক্কুকে সভাপতি, শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯৬ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, মো. মোজাম্মেল হক ভূঁইয়াকে সভাপতি সিদরাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮৮ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কাউন্সিলর ও ডেলিগেটররা উপস্থিত ছিলেন।
প্রকাশ : বুধবার, ২৪ মে ২০২৩, বেলা ০৪:৪০
Discussion about this post