লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে মো. ওমর ফারুক (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই মাদরাসা শিক্ষার্থী লালমাই উপজেলার পেরুল (উত্তর) ইউনিয়নের মাতাইনকোট নুরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্র। সে একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের প্রবাসী মো. মনির হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মে) বিকেলে।
নিহত ওই শিশুর দাদা মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে মাদরাসা ছুটি শেষে ওই শিশুটি বাড়িতে আসে। ঘরে খাবার-দাবার শেষে সবার অলক্ষ্যে খেলতে বেরিয়ে যায়। খেলাধুলার পর কোনো এক ফাঁকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।
তাকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে শিশুটির মা, দাদা-দাদিসহ অন্য স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে বিকেলের দিকে জানতে পারেন সে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করেছে এবং আশপাশের অনেকে দেখেছেন। পরে স্বজনরা ওই পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই শিশুটিকে বিকেল পৌনে ৬টার দিকে লাকসাম জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কথা হয় নিহত ওই শিশুর দাদা মো. ইউনুস মিয়ার সঙ্গে। তিনি জানান, তাঁর নাতি মো. ওমর ফারুক প্রতিদিন মাদরাসা থেকে এসে ঘরে গোসল করে। খাওয়া-দাওয়া শেষে কখনো খেলতে যায়। আবার কখনো ঘরে বিশ্রাম নেয়। কিন্তু সোমবার খেলতে গিয়ে আর ঘরে ফিরেনি।
গোসলেই গিয়েই লাশ হলো। নাতি হারানোর শোকে তিনি যেন অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন।
এদিকে নিহত ওই শিশুর দাদি অত্যন্ত সুন্দর ফুটফুটে শিশু নাতিকে হারিয়ে হাসপাতালের মেঝেতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি বার বার মুর্ছা যান। এ সময় হাসপাতালে আসা অন্যান্য রোগী ও তাদের স্বজনরা এই হৃদয়বিদারক দৃশ্য দেখে তাঁদেরও চোখের কোন ভিজে যায়।
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে ২০২৩, সকাল ১১:৩৫
Discussion about this post