ফেনী প্রতিনিধি
দলের দুই নেতার মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এ মিছিল থেকে দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে শুরু হয়। পরে পুলিশি বাধা পেয়ে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন দুইজন আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
আটক একজনের নাম জামাল আরেকজনের নাম আবদুর রহিম।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে। মিছিল থেকে অন্যায়ভাবে নেতাকর্মীদের আটক করে মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
মিছিলটির নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। মিছিলের অগ্রভাগে ছিলেন ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজুমদার রশিদ, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবির, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
মিছিল থেকে রফিকুল আলম মজনু ও নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে ২০২৩, সন্ধ্যা ০৭:১৫
Discussion about this post