নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় যুগান্তরের নাঙ্গলকোট প্রতিনিধি মহিবুল ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার এই সাংবাদিকের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে এসে হুমকি দেয় চেয়ারম্যানের অনুসারীর। এনিয়ে উপজেলার সাংবাদিক মহলে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিক মহিবুল ইসলাম বলেন, সম্প্রতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়ায় সে সংবাদ প্রকাশের জের ধরে আমাকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে চেয়ারম্যানের অনুসারীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানা এবং আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য, রোববার দৈনিক যুগান্তরের ‘নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে হুমকি দিচ্ছে চেয়ারম্যান।
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে ২০২৩, সন্ধ্যা ০৭:২৩
Discussion about this post