[শামীমুর রহমান]
শিক্ষাবিদ-সাহিত্যিক ‘অধ্যক্ষ সায়েম মাহবুব স্মৃতি সংসদ’ এর আহবায়ক কমিটি ২২ মে সোমবার নাঙ্গলকোটের ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্মতিক্রমে আহবায়ক করা হয় সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক আবু ফারাহ মোহাম্মদ শোয়ায়েবকে, সদস্য সচিব করা হয় কবি আজিম উল্যাহ হানিফকে। যুগ্ম আহবায়ক হলেন মুজিবুল হক হিরন, প্রিন্সিপাল সৈয়দ আহমেদ সুজন, মোহাম্মদ সোহরাব হোসেন, মোঃ শাহাদাত হোসেন। সদস্যরা হলেন, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কেফায়েত উল্যাহ মিয়াজী, মাইন উদ্দিন দুলাল, তাজুল ইসলাম, শামীমুর রহমান, হুমায়ুন কবির আজাদ, নাঈম উদ্দিন নয়ন, রবিউল হোসেন রাজু, বাপ্পি মজুমদার ইউনুস।
উপদেষ্টা করা হয়েছে, সামছুদ্দিন কালু এআইপি, অধ্যক্ষ আবু ইউসুফ, আবদুল মালেক মেয়র, আবু ইউসুফ ভূইয়া, আমিনুল হক মাওলা, প্রফেসর ইকবাল বাহার মজুমদার, আবদুর রাজ্জাক সুমন, শেখ রাসেল মজুমদার।
উল্লেখ্য যে, সংগঠনটির কাজ হলো, সায়েম মাহবুব মজুমদারের (১৯৭২-২০২৩) প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো রক্ষনাবেক্ষণও অসামাপ্ত কাজগুলো বাস্তবায়ন করা, সায়েম মাহবুবের ১৫ জানুয়ারী জন্মদিন, ২১ মে মৃত্যুবার্ষিকী পালনসহ নাগরিক শোকসভার আয়োজন করা। সেই সাথে সায়েম মাহবুব মজুমদারের জীবনী নিয়ে বায়োগ্রাফী তৈরি করা।
সায়েম মাহবুব মজুমদারের প্রকাশিত জনপ্রিয় গ্রন্থ সমূহ হলো, মা, ফুলপড়া, চরপাতার সাহানা, সাধের অসুখ, নিস্ফল স্বপ্ন অন্যতম। এছাড়াও রয়েছে অর্ধশতাধিক যৌথ গ্রন্থ।
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে ২০২৩, সকাল ১২:৫২
Discussion about this post