নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা সায়েম মাহবুব আর নেই। রোববার দুপুর ২-৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহ রাজিউন)। তিনি নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর গ্রামের মৃত.দারোগ আলীর ছেলে।
জানা যায়,সায়েম মাহবুব দীর্ঘদিন ধরে নানা রোগব্যাধিতে ভোগছেন, ভারতেও চিকিৎসা নেন, এরপর ৬ এপ্রিল বাসায় হঠাৎ স্ট্রোক করলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিতসাধীন অবস্থায় ২৩ দিন পর উন্নতি না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করানো হয়। বঙ্গবন্ধু মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর (২-৩০) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মা, স্ত্রী, দুই ভাই, ৩বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে ধাতীশ্বর হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে অধ্যক্ষ সায়েম মাহবুবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের’র সহকারী মহাসচিব ও পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী।
প্রকাশ : সোমবার, ২২ মে ২০২৩, রাত ০৭:৪৮
Discussion about this post