নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আজিমপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির সর্বস্ব খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ মে) বিকেল ৪টার দিকে আজিমপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
লালবাগ থানার উপ-পরিদর্শক(এস আই) মো. সাইদুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি আজিমপুর চৌরাস্তা এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পাই আমরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে সেখানকার ওয়ার্ডে ভর্তি করা হয়।
এস আই মো. সাইদুল ইসলাম আরও জানান, অচেতন ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে তার কাছে থাকা সবকিছু নিয়ে গেছে বলে আমাদের ধারণা। অচেতন ব্যক্তি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
প্রকাশ : সোমবার, ১৫ মে ২০২৩, বিকাল ০৬::২৪
Discussion about this post