কুমিল্লা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। তাঁরা হোটেল-রেস্তোরাঁ ও বিকল্প ব্যবস্থায় খাবার এনে খাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বাগিচাগাঁও, অশোকতলা, মুরাদপুর, হীরাপুরসহ বিভিন্ন এলাকায় শনিবার বেলা ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। চুলায় গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা খাবার তৈরি করতে পারছেন না। আজ রোববারও একই অবস্থা। এতে হাজার হাজার গ্রাহক গ্যাস–সংকটে পড়েছেন।
নগরের অশোকতলা এলাকার বাসিন্দা কামরুন নাহার বলেন, ‘শনিবার থেকে গ্যাস নেই আমাদের বাসায়। বিকল্পভাবে রান্না করা হচ্ছে।’ পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফয়জুন নেছা বলেন, ‘টানা দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ। ভোগান্তিতে আছি। রাইস কুকারে কোনোরকমে রান্না হচ্ছে।’
উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার বাখরাবাদ কর্তৃপক্ষ বিশেষ জরুরি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এফএসআরইউ থেকে এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমগ্র কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় গ্যাসের স্বল্পচাপ ও কোনো কোনো এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে। ছয়-সাত দিন এ অবস্থা বিরাজমান থাকতে পারে।’
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, ‘আমরা এ বিষয়ে গ্রাহকদের জানিয়েছি। নগরে মাইকিং করা হয়েছে। পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। আমরা এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
প্রকাশ : সোমবার, ১৫ মে ২০২৩, সন্ধ্যা ০৬:৫৮
Discussion about this post