চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় আবদুল মালেক নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাহার নামে অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ব্যবসায়ী আব্দুল মালেক (৫০) উনকুট উত্তর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মাদক সেবনের উদ্দেশ্যে উনকুট উত্তর গ্রামের কবির আহম্মেদের ছেলে বাহার ব্যবসায়ী আবদুল মালেকের দোকানের পেছনে যান। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ওতপেতে থাকা বাহার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে ঘাতক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় উনকুট বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক বাহারকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২২, রাত ১১:০০
Discussion about this post