হায়রে সোনার দেশ,
তোরা খাইয়া করলি শেষ।
জনগনকে মাইরা তোরা,
হইবি নিরুদ্দেশ।
ডিজিটালের কথা কইয়া,
আলাদিন সাজলি।
দেশের টাকা সব-ই তোরা,
নিজের বস্তায় ভরলি।
সোনার দেশের সোনার মানুষ,
পায় না কিছু খেতে।
যেটাই ধরে আগুন জ্বলে,
কান্দে দিনেরাতে।
উন্নয়নে ভইরা গেলো,
আমার সোনার বাংলা।
দৌড়াইতে যে হইবে তোদের,
পারলে ঠেলা সামলা।
উন্নয়নের মদ খাইয়ে,
করলি তোরা মাতাল।
জনগন উঠলে জাইগা,
পাইবিনারে আতাল।
দেশের টাকা বিদেশ নিয়া,
দেশকে দাও যে বাঁশ।
জনগন পাইলে তোদের,
দিবে কান্তা বাঁশ।
পেঁয়াজ গেলো রসুন গেলো,
আইলো এবার তেল।
তারাই শুধু পাশ করে ভাই,
অন্যরা সব ফেল।
অবৈধ দলের নেতা,
চাটুকারিতার দল।
বাংলার মানুষ ছাড়বেনা তোদের,
পাবি একদিন ফল।
সোনার সরকার দেশ করিল,
সোনার থেকে তামা।
সবাই মিলে ঐক্য গড়ে,
এবার তাদের থামা।
জনগন মরলে শোকে,
তাদের কিবা আসে।
তারা কি ভাই ভোট পাইয়া,
ক্ষমতাতে গেছে।
হটাও তাদের এখনি সময়,
দেশ করিবে শেষ।
সোনার দেশ কইরা তামা,
হইবো নিরুদ্দেশ।
প্রকাশ : শনিবার ০৬ আগস্ট ২০২২, রাত ১১:১৫
Discussion about this post