লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, শনিবার (৩০ জুলাই) রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতা আটক আছেন। তাদের আদালতে সোপর্দ করা হবে- তখন কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করা হবে।
প্রকাশ : সোমবার ৩১ জুলাই ২০২২, রাত ১১:৫৯
Discussion about this post