সহিদ উল্লাহ মিয়াজী
বাংলাদেশ ও ইন্ডিয়া প্রতিবন্ধি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করো হয়েছে আর্ন্তজাতিক টি ২০ ক্রিকেট ম্যাচ। আজ ২১ জানুয়ারি থেকে আগাসী ২৩ জানুয়ারি পর্যন্ত ৩দিন ব্যাপী এই খেলা চলবে। প্রতিবন্ধি খেলোয়াড়দের নিয়ে কুমিল্লায় টি ২০ ম্যাচের উদ্বোধন ফিজিক্যালি চ্যালেঞ্জ আর্ন্তজাতিক টি ২০ ক্রিকেট টিমের ৩ ম্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সামাজিক সংস্থা Unisurv Disable Cricket Team Of Bangkadesh (ইউনিসার্ভ) ও ইন্ডিয়ার Divyang warriors cricket Association (Fdwca) এর খেলোয়াড়দের নিয়ে শুক্রবার (২১ জানুয়ারী ২০২২) সকাল ১০ টায় কুমিল্লা লালমাই উপজেলার ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টিমের অর্গানাইজার সামাজিক উন্নয়ন সংস্থা (ইউনিসার্ভ)’ এর আয়োজনে ইন্ডিয়া ফিজিক্যালি চ্যালেঞ্জ আর্ন্তজাতিক ক্রিকেট টিমের অংশ গ্রহনে ৩ দিন ব্যাপী এই খেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, ইউনিসার্ভ এর সভাপতি মোঃ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। তিন দিন ব্যাপী এই খেলায় দায়িত্বে রয়েছেন বাংলাদেশ টিমের অধিনায়ক আবু রায়হান, কোচ ম্যানেজার প্লাবন খান, ইন্ডিয়া টিমের অধিনায়ক অভিজিৎ বিশ্বাস, কোচ ম্যানেজার সন্তোষ কুমার গুপ্ত।
জানাযায়, ইন্ডিয়ার এই প্রতিবন্ধি টিম ১৮ জন খেলোয়াড় নিয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই খেলায় অংশ নেন। আগামী তিনদিন কুমিল্লায় অবস্থান শেষে টি ২০ ম্যাচে ফাইনাল শেষ করে ইন্ডিয়ার নিজ দেশে ফিরে যাবেন এই শারীরিক ঘাটতি নিয়ে চলা তরুণরাও।
প্রকাশ : শুক্রবার ২১ জানুয়ারি ২০২২, বিকাল ০৩:৪৭
Discussion about this post