লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম পৌরসভার চিতোষী নুরুল আমিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) প্রাক্তন সদস্য অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম মজুমদার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনদিন আগে তিনি এবং তার একমাত্র মেয়ে তাহমিনা বেগম জনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় বাবা-মেয়ে দু’জনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় (বাদ আছর) মরহুমের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী লালমাই উপজেলার পেরুলই উনিয়নের রমাবল্লভপুর গ্রামে জানাযা অনুষ্ঠান শেষে লাশ স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশ : বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২, রাত ১১:৫০
Discussion about this post