মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে সদ্যবিদায়ী কমিটির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল কে সভাপতি ও সদ্যবিদায়ী কমিটির দপ্তর সম্পাদক আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক এবং সদ্যবিদায়ী কমিটির উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ পাঁচ বছর পর নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের মাঝে আনন্দের হাওয়া বইছে।
এদিকে সদ্যবিদায়ী ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন বলেন; গত পাঁচটি বছর ধরে ছাত্রলীগকে নিজের জীবনের চেয়ে বেশি ভালবেসে ছাত্রলীগের সুখে-দুখে পাশে ছিলাম কতটুকু সফল হয়েছি জানি না। আপনার-আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন ,আমি আব্দুর রাজ্জাক সুমন আপনাদের সন্তান আপনাদের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকতে চাই।
নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল; বলেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয়নেতা আ,হ,ম মোস্তফা কামাল লোটাস কামালের প্রতি তিনি আমাকে এই মহান দায়িত্ব টি ভালোবেসে উপহার দিয়েছেন, আমি মনেপ্রাণে এবং আমার শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে অতীতের ন্যায় যেভাবে ছাত্রলীগ সুসংগঠিত ছিল ভবিষ্যতেও থাকবে, তার ধারাবাহিকতায় কাজ করে যাব ইনশাআল্লাহ।
প্রকাশ : শনিবার ৩০ অক্টোবর ২০২১, রাত ১১:৫২
Discussion about this post