নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নের মাধবপু্র দক্ষিণপাড়া কুদ্দুস কোম্পানি বাড়ির মাস্টার দেলোয়ার হোসেনের বড় ছেলে নিলয় বাবু (১২) নামে এক কিশোর আত্হত্যা করেছে। সে বাবা মায়ের সাথে ঈদের শপিং এ নিয়ে না যাওয়ায় অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে জানা গেছে।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছ, এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ঘটনার লক্ষণ দেখে মনে হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে।
প্রকাশ : ১১ মে ২০২১, সকাল ০৫:৪৭
Discussion about this post