নাঙ্গলকোট প্রতিনিধি
ইউনাইটেড কমার্স ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহ আলম ভূইয়া কে সংবর্ধনা দিয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডা: যোবায়দা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
আজ 8 মে শনিবার বিকেলে কলেজ অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) সহকারি মহাসচিব ও পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সহিদ উল্লাহ মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদের আরেক সাবেক চেয়ারম্যান আলহাজ এবিএম আবুল কাশেম, ডা: যোবায়দা হান্নান হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইসমাঈল হোসেন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর শাকতলী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ মানিক, শ্রীফলিয়া বাজার কমিটির সভাপতি মোবারক খান, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু ইসহাক, সাবেক মেম্বার আলহাজ্ব মফিজুর রহমান, ব্যবসায়ি মো: নুরুল আলম, পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাচ্চু, সমাজ সেবক মো: হুমায়ুন কবির, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম নুরু, আশারকোটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের বাংলা প্রভাষক মো: শাহাজাহান।
প্রধান অতিথিকে আশারকোটা গ্রাম ও কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে সম্মিলিত ভাবে সকলে ইফতার আয়োজনে যোগ দেন।
এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসিবি ব্যাংকের ডিএমডি শাহ আলম ভূঁইয়া কলেজ ফান্ডে ৫০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন।
প্রকাশ : ৮ মে ২০২১, রাত ১০:১৪
Discussion about this post