ঐ দেখা যায় নাংগলকোট
ঐ আমাদের থানা,
ঐ থানায় নিযুক্ত আছেন,
দায়িত্বশীল উর্ধতন প্রাজ্ঞবিজ্ঞ জনা।
শ্রদ্ধেয় মহদাশয়, করি নিবেদন,
আধুনিক নাংগলকোটে বেজায় প্রয়োজন,
ফায়ার সার্ভিস স্টেশন,
ফায়ার ফাইটার গণ।
সম্মানিত ইউএনও`স্যার`বিনয় প্রদর্শন,
আমরা সাধারণ জনতা অক্ষম,
অর্পিত দায়িত্ববোধে,ফায়ার সার্ভিস,
গড়াই দিতে আপনি সক্ষম।
মাদক, হাট, বাজার, করোনায়,
আপনার অবদান সীমাহীন,
সাধারণ মানুষ আপনাকে রাখছে,
শ্রদ্ধাবোধে অন্তরের গহীন।
প্রধানমন্ত্রীর আদেশে, দুর্নীতিবাজ করেছেন বর্জন,
নাংগলকোটে ফায়ার সার্ভিস স্টেশন, করে দেন অর্জন।
অগ্নিকান্ডের ঘটনায়,হট লাইনে কল করলে বলে,
লাকসাম চৌদ্দগ্রাম থেকে আসতে, যা সময় জ্বলে,
আগুন কি আর বসে থাকে `স্যার` সমগ্রতা জ্বালায়,
দুঃখী মানুষের কান্নার রোলে, আশ্বআজিম কাপায়।
জোর দাবি `স্যারের` কাছে, ফায়ার সার্ভিস চাই
শ্রদ্ধা এবং শুভকামনা, সবার পক্ষে জানাই,
শ্রদ্ধাভরে স্বরণে রাখবে নাংগলকোটের মানুষ,
ফায়ার সার্ভিস না হইলে `স্যার` ,জনগণ হবে বেহুশ।
Discussion about this post