নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২ নং পেরিয়া ইউনিয়নের আশারকোটা নিবাসী সাবেক মেম্বার আলী নোয়াব খান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৫ মে বুধবার বেলা দেড়টার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ রাত ১০ টায় মাইয়েতের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে মোঃ মোবারক খান শ্রীফলিয়া বাজার কমিটির সভাপতি।
দীর্ঘ প্রায় ৭ বছর তিনি নানান জটিল রোগ নিয়ে অসুস্থতার মধ্যে দিনাতিপাত করছিলেন।তিনি পেরিয়া ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত মেম্বার ছিলেন। তিনি একজন সমাজ সেবক ও মানবদরদী মানুষ ছিলেন।
আলী নোয়াব খান সাহেবের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব মোঃ সহিদ উল্লাহ মিয়াজী।
তিনি বলেন, খান সাহেব আমার গ্রাম আশারকোটা এবং আশেপাশের গ্রামের কারো কোনো সমস্যার কথা শুনলেই দৌড়ে যেতেন সবার আগে। তিনি খান সাহেবের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান
প্রকাশ : ৫ মে ২০২১, দুপুর ০২:৫৫
Discussion about this post