নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দদের সম্মানে কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরাম আজ ৪ মে মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিল করেছে। ছাত্র ফোরামের সভাপতি শাহাদাৎ ইবনে সালেহ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা জননেতা কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক নাছির আহমেদ মোল্লা, সাবেক ছাত্রনেতা ইছরাইল মজুমদার, এডভোকেট ইয়াছিন তালুকদার, ছাত্রনেতা আনোয়ার হোসাইন, মো: বোরহান উদ্দিন, আবদুল মমিন সোহেল ও সাইমুম হোসেন ভূঁইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন ইব্রাহীম খলিল, নুরুল আফসার, নজরুল ইসলাম সেলিম সহ অনেকে।
ইফতার মাহফিল পরিচালনা করেন কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান।
অনুষ্ঠান শেষে কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণা করেন নাসির আহমেদ মোল্লা। নতুন কমিটির সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান, সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সেক্রেটারি ইয়াছিন আরাফাত,সাংগঠনিক সম্পাদক আকিব আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইজাজুল হক মামুন, ছাত্রকল্যাণ সম্পাদক মনসুর হেলাল পারভেজ, প্রচার সম্পাদক শাফায়েত মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোছাদ্দেক হোসেন মারুফ, সদস্য মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান ও শাহাজাহান সম্রাট।
ইফতার মাহফিলের আয়োজক কর্তৃপক্ষ বিএফইউজে’র সহকারী মহাসচিব নির্বাচিত হওয়ায় মো: সহিদ উল্লাহ মিয়াজী কে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানান। এছাড়া কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের বিদায়ী সভাপতি শাহাদাত ইবনে সালেহকেও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশ : ৪ মে ২০২১, রাত ১১:৪০
Discussion about this post